নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ১৫,মার্চ :: আজ বসন্ত উৎসব এবং দোলযাত্রা নিয়ে পৌর মন্ত্রী ফিরহাদ হাকিম জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দেন । তিনি বলেন হোলি সম্প্রীতির বার্তা দেয়।এটাই আমাদের দেশ।
কেউ যদি ভাবে বা়ংলায় বিভাজনের রাজনীতি করবেন এটা বাংলায় কোনোদিন আসবে না। এটা চৈতন্যর বাংলা,প্রেমের বা়ংলা। রাগ,বিদ্বেষ, হিংসা দিয়ে রাজনীতি হয়না । ভগবান কে বলবো ওদের ক্ষমা করো প্রভু ।