সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক ;: বুধবার ২১,ফেব্রুয়ারি :: রাজকোট টেস্টে সারফারাজের দাদাগিরি চলছে। অভিষেক টেস্টেই তিনি জোড়া হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছেন। সারফারাজ খান তার বাবাকে নাকি বলেছিলেন জাতীয় দলের খেলবেন না হলে লোকাল ট্রেনে প্যান্ট বিক্রি করবেন। নিজের জেদ কে অবলম্বন করে নিজেকে তৈরি করেছেন সারফারাজ খান।
রাজকোট টেস্টে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে বড় রানে জয় পেয়েছে। অভিষেক টেস্টে জোড়া অর্ধ শতরন করেন সরফরাজ খান। চার নম্বর ব্যাটার হিসাবে অভিষেক টেস্টে অর্ধ শতরান করার ক্ষেত্রে নাম লেখান। রাজকোট টেস্ট শুরু হওয়ার আগে কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে সরফরাজ খানকে তাঁর টুপি দিয়েছিলেন।
আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন , চোখের জল বাঁধ মানেনি। পাশে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী। প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করবার পর দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন কিন্তু দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাট থেকে আসে দুর্দান্ত অর্ধশতরান। অভিষেক টেস্টে নিজেকে প্রমাণ করে দেন সরফরাজ জানান দেন তিনি লম্বা রেসের ঘোড়া। দিনের পর দিন সারফারাজ ভোর পাঁচটার সময় উঠতেন, তারপরেই চলে যেতেন মাঠে প্র্যাকটিস করছে। নিজের জেদ কে সঙ্গী করে নিজেকে প্রতিষ্ঠিত করার নেশা তার ছোট থেকেই ছিল।