সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৫,আগস্ট :: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গির পাঘালুপাড়ায় প্রাচীর ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু,পরিবারের সাথে দেখা করতে এলেন মেয়র গৌতম দেব।
বৃহস্পতিবার বিকেলে দার্জিলিং জেলার শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব সহ ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মনীষা রায়, ব্লকের যুব সভাপতি তুষার কান্তি দত্ত সহ নেতৃত্বরা। উলেখ্য, প্রবল বর্ষণে পাশের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ঘুমের মধ্যেই মৃত্যু দুই ভাইবোনের।
মঙ্গলবার রাতে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গির পাঘালুপাড়া এলাকায় সঞ্জীব মোহন্তের বাড়িতে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মৃতরা হল মধুমিতা মহন্ত (৩) ও দেবায়ন মহন্ত (দেড় বছর)।
গতকাল সেই বাড়িতে এসেছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এবং রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ জেলার নেতৃত্বরা।
আজ সেই বাড়িতে আসেন শিলিগুড়ির কর্পোরেশনের মেয়র গৌতম দেব। পরিবারটিকে সমবেদনা জানার পাশাপাশি পরিবারটিকে আর্থিক সাহায্য করেন।