রাজগঞ্জ: ভোটের হিংসায় এখনো ঘরে ফিরতে পারেনি শতাধিক মানুষ, আতঙ্কে গ্রামবাসী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজগঞ্জ :: সোমবার ২৪,জুলাই :: রাজগঞ্জ বিধানসভার সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের জুম্মাগছ,কুয়ার বাড়ি,সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ঘর ছাড়া।ভোটের দিনের হিংসায় আতঙ্কে ঘর ছাড়েন এলাকার শতাধিক নারী ও পুরুষ ভোটার ।

আতঙ্কে ঘরে থাকেন উক্ত কয়েকটি পাড়ার শতাধিক পরিবারের বাড়ির লোকজন।ঘর ছাড়া গ্রামবাসীরা প্রত্যেকেই কংগ্রেস ও সিপিআইএমের সমর্থক বলে গ্রামবাসীরা জানান।পিংকি বেগম,আলিয়া খাতুন,ফরিতা খাতুন,আলিয়ার রহমানরা ভোটের দিনের তৃণমূলের হার্মাদ বাহিনীর বীভৎসতার বর্ণনা দেন।

ফরিতা খাতুন জানান বাড়িতে কোন পুরুষ নেই আমি তিন বৌমাকে নিয়ে থাকি,রাতে ভয়ে থাকতে পারিনা। স্বামী ও আমার তিন ছেলে বাইরে আছে প্রাণ হারানোর ভয়ে ঘরে আসছে না।

হরিবর রহমান বলেন পুলিশ দাঁড়িয়ে থেকে আমার ঘর ও টোটো ভাঙতে সাহায্য করছে তৃণমূলের হার্মাদদের । অন্যদিকে তৃণমূলের নেতা ও সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আতিয়ার রহমান ঘটনাটি অস্বীকার করেন তিনি জানান রিরোধীরা নিজেরাই নিজেদের ঘরবাড়ি ভেঙে বাইরে আছে, আমরা কাউকেই বাইরে থাকতে বলি না। শান্তিতেই ভোট হয়েছে, তারা ঘরে ফিরে আসুক আমরাও চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + seven =