নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: মঙ্গলবার ৯,এপ্রিল :: রাজনগরের আড়ালি গ্রামে ২০০ বছরের প্রাচীন মনসা পূজা ধুম ধামের সাথে অনুষ্ঠিত হচ্ছে । রাজনগরের আড়ালি গ্রামে ২০০ বছরের প্রাচীন মনসা পূজা মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারও বাংলা চৈত্র মাসের শেষ মঙ্গলবার এই ধর্মীয় পর্ব শুরু হল।
গ্রামের রাউতপাড়া ও বাদ্যকরপাড়ায় এই মনসা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রাচীন রীতি মেনে এই উপলক্ষে ঝাড়খণ্ডের রানীবহাল থেকে মনসা বিগ্রহ পায়ে হেঁটে শোভাযাত্রা করে গ্রামের মন্দিরে আনা হলো। উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিবারের মতো এবারও
এই মনসা পূজা উপলক্ষে নুনপালা পর্ব অনুষ্ঠিত হচ্ছে এবং ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের পাশাপাশি বাউল ও কবিগানেরও আয়োজন করা হয়েছে। এলাকাসহ আশেপাশের বহু গ্রামের ভক্তরা প্রাচীন এই মনসা পূজার অনুষ্ঠান দেখতে উপস্থিত হন