রাজনগর গভমেন্ট আইটিআই কলেজে পালিত হয়ে গেল বিশ্বকর্মা পুজো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম  :: মঙ্গলবার ১৭,সেপ্টেম্বর :: বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হচ্ছে একটি হিন্দুধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয়। তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনা করা হয়। তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন।

প্রতিবছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মার পুজো অনুষ্ঠিত হয় সারা দেশজুড়ে।হিন্দুরীতি অনুযায়ী, বিশ্বকর্মা পুজো শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় সকল পূজোর প্রস্তুতি পর্ব। প্রতিবছরের মত এই বছরেও একটি নির্দিষ্ট তিথি মেনে করা হয় বিশ্বকর্মার আরাধনা।বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেকটি কলকারখানা এবং শিল্পক্ষেত্র সেজে ওঠে আনন্দে ।

তাঁর আশীর্বাদেই হয় সব কিছু সম্ভব। প্রতিটি জায়গায় বেশ ধুমধাম এর সাথেই পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো আর সেখানে রাজনগর গভমেন্ট আইটিআই কলেজ।এদিন রাজনগর ব্লকের এই প্রথম আইটিআই কলেজ যেখানে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। এখানে সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা একসাথে মিলে পূজোর আয়োজন করেন। আর বেশ ধুমধাম এর সাথেই বিশ্বকর্মা পুজো হয়ে গেল আইটিআই কলেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =