রাজনগর ব্লকের তালপুকুরে নয় ফুট লম্বা অজগর উদ্ধার খামার থেকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: বুধবার ৩০,জুলাই :: রাজনগর ব্লকের   গাংমুড়ি — জয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালপুকুর গ্রামে ২৯ জুলাই একটি বাড়ি সংলগ্ন খামারে প্রায় নয় ফুট লম্বা অজগর দেখতে পাওয়া যায় ৷

স্বভাবতই কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ বাসিন্দাদের তরফে খবর দেওয়া হয় রাজনগর বনবিভাগের কর্মীদের ৷ বনকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে অজগরটি উদ্ধার করেন ৷ স্থানীয় বাসিন্দা ও সংবাদ সূত্রে জানা যায়, রাজনগর তালপুকুর গ্রামের বাসিন্দা উত্তম ঘোষের বাড়ি সংলগ্ন খামারে একটি অজগর দেখতে পান উত্তম বাবুর স্ত্রী ও বৌমা ৷

মুখে মুখে খবর ছড়িয়ে পড়তে অজগরটি দেখার জন্য অনেকে সেখানে ছুটে যান ৷ খবর দেওয়া হয় রাজনগর বন বিভাগের বনকর্মীদের ৷ তাঁরা গিয়ে প্রায় নয় ফুট লম্বা অজগরটি উদ্ধার করেন ৷ সেটি অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − nine =