নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: বুধবার ১২,মার্চ :: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলতে যেয়ে জাতীয় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন ” এর থেকে ঘৃণ্য, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক মন্তব্য আর কিছু হতে পারে না। বিজেপি মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করে। স্পিকার ব্যবস্থা নিন, সরকার ব্যবস্থা নিক।
তৃণমূল সরকার ব্যবস্থা না নিয়ে এটাকে নিয়ে রাজনীতি করবে, উত্তেজনা ছড়াবে। তৃণমূল মুসলমানদের বিজেপির ভয় দেখিয়ে তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করানোর চেষ্টা করবে।
শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার প্রেক্ষিতে বক্তব্য সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরীর ।