সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক ময়দানে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভার মশার আট এলাকায় রাজনৈতিক সংঘর্ষে বিজেপি কর্মীর হাতে আক্রান্ত হলেও তৃণমূলের এককর্মী।
আহত তৃণমূল কর্মীর নাম কৌশিক জানা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রাজনৈতিক কাজ শেষ করে বাড়ি ফিরছিল কৌশিক। বাড়ির কাছেই একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিল কৌশিক সেই সময় হঠাৎ পিছন থেকে ধারালো অস্ত্র নিয়ে কৌশিকের উপর চড়াও হয়, নবকুমার নস্কর। ধারালো অস্ত্র দিয়ে কৌশিকের মাথায় আঘাত করে নবকুমার। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে কৌশিক।
এরপর স্থানীয়রা কৌশিককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এই ঘটনার যেরে নবকুমারকে স্থানীয়রা ধরে গণধোলাই দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ।
ডায়মন্ডহারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবকুমারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। রাতে আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে আসে ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক শামীম আহমেদ। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর।