নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শুক্রবার ১৯,এপ্রিল :: কোচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত চান্দামারী অঞ্চলের রাজপুরে গতকাল রাতে বিজেপির বুথ সভাপতি যখন নিজের বুথে যান সেই সময় তাকে রাস্তায় আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।
এমতাবস্থায় তাকে প্রথমে বাড়িতে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজনেরা কিন্তু ড্রেসিং করার পরেও তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না
এরপর তারা থানায় যান এবং থানায় যাওয়ার পর অভিযোগের সময় লোকজন না থাকার কারণে সকালে আসতে বলেন। এরপর সে অসুস্থ হলে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।