নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সদস্যরা। ১০০ দিনের কাজ থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার প্রতিবাদে।
১০০ দিনের কাজের টাকা কেন দিচ্ছেন না কেন্দ্রীয় সরকার, এবং তার পাশাপাশি ১০০ দিনের কাজের টাকার জন্য অবিলম্বে রাজ্য সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে এই দাবি নিয়েই আজ রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্যরা। যার নেতৃত্ব দিয়েছিলেন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার।
রাজভবনের সামনে মিছিল পৌছালে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড গড়ে তোলা হয়। ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় রাজভবনের সামনে। ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার চেষ্টা করেন কংগ্রেসের কর্মীরা। গোটা ঘটনায় ইতিমধ্যে শুভঙ্কর সরকার সহ বেশ কিছু কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ ।

