নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার ১৭,মার্চ :: মেদনীপুরে রাজমিস্ত্রীর কাজে গিয়ে তিন তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের সুতির গাজীপুরের বছর ২৬ এ-র যুবকের।
রমজানের ইদে দুই ছেলে মেয়ে, মা বাবা, ও স্ত্রীর পোষাক কেনা কাটা করে কলকাতা হয়ে বাড়ি ফেরার আগেই কলকাতার এন আর এস হাসপাতাল থেকে কফিনবন্ধী দেহ ফিরলো সুতির গাজীপুর গ্রামে।
পুলিস ও পরিবার সুত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম দেলু সেখ ২৬ তার বাড়ি গাজীপুর গ্রামে। ঘটনাটি ঘটে ১২ মার্চ মেদিনীপুর শহরে একটি ঠিকাদারের অধীনে তিন তলা বিল্ডিং এ রাজমিস্ত্রির কাজ করছিল দেলু সেখ। হঠাৎ কাজ করতে করতে তিন তলা থেকে নিচে পড়ে যায় সুতির যুবক।
তড়িঘড়ি সাথীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কয়েকদিনের চিকিৎসা চলার পরেই কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় দেলু সেখের।
অসহায় গরিব পরিবারের হাল ধরতে, রমজানের রোজা শেষে ছেলে মেয়ে বৌ বাচ্ছাদের মুখে হাসি ফুটাতে বাড়ি ছেড়ে মেদনিপুরে রাজমিস্ত্রীর কাজে যায়।
ইদের চাঁদ উঠার আগে ছেলে মেয়েদের পোশাক কেনাকাটা করে যে দেলু সেখের বাড়ি ফেরার কথা সেই দেলুর কফিনবন্ধী দেহ ফিরলো গ্রামে। মৃতদেহ ফিরতেই পরিবার পরিজন সহ গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া।