রাজস্থানের বিমানবন্দরে স্পাইসজেটের এক মহিলা কর্মীর বিরুদ্ধে পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগ।

ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: রাজস্থান :: শুক্রবার ১২,জুলাই :: কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় তোলপাড়ের পর এবার রাজস্থানের বিমানবন্দরে স্পাইসজেটের এক মহিলা কর্মীর বিরুদ্ধে পুলিশ কর্মীকে চড় মারার অভিযোগ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তবে তাঁর পাশেই দাঁড়িয়েছে বিমান সংস্থা। তাদের তরফে দাবি করা হয়েছে, ওই পুলিশকর্মীই অভব্য আচরণ করেছিলেন মহিলার সঙ্গে।

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর চারটের সময় অনুরাধা রানি নামের ওই স্পাইসজেট কর্মী বিমানবন্দরের ভিতরে ঢুকছিলেন। তখন তাঁকে আটকানো হয়। পুলিশের দাবি, মহিলার কাছে বৈধ এন্ট্রি পাস ছিল না। তাঁকে সিকিউরিটি চেকের জন্য একটি লাইনে দাঁড়াতে বলা হয়।

কিন্তু সেখানে কোনও মহিলা সিআইএসএফ কর্মী ছিলেন না বলে দাবি অনুরাধার। এর পরই শুরু হয় বচসা। তখনই আচমকা অভিযুক্ত কর্মী এগিয়ে গিয়ে ওই পুলিশকর্মীকে চড় মারেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =