রাজস্থানে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। দুশ্চিন্তায় পরিবার। চাঞ্চল্য দুর্গাপুরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৫,আগস্ট :: রাজস্থানে নিখোঁজ পরিযায়ী শ্রমিক। দুশ্চিন্তায় পরিবার। চাঞ্চল্য দুর্গাপুরে। তদন্তে পুলিশ। নিখোঁজ শ্রমিকের নাম শ্রীমন্ত মাল (৪১)। দুর্গাপুর থানার ফরিদপুর ছাতিমতলা এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, জুলাই মাসে তামলা এলাকার কাশি সিং নামের এক ব্যক্তির সাথে দুর্গাপুর থেকে রাজস্থানের কোটারি এলাকায় রান্নার কাজ করতে যায় শ্রীমন্ত।

রান্নার কাজ করতে নিয়ে যাওয়ার পরেও তাকে অন্য কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ। জুলাই মাসের ২৩ তারিখ ফোন করে জানায় বাড়ি ফিরে যাওয়ার কথা।

দশ দিন পরেও বাড়ি ফিরে না আসায় চিন্তায় পরিবার। দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশকে জানানো হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় ৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মানিক রুইদাস।

মেয়ে স্বস্তিকার দাবি,”২৩ তারিখে শেষ ফোন করে বাবা। বাড়ি ফিরে যাচ্ছি বলে। তারপর থেকে বাবার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা চরম চিন্তায় রয়েছি। পুলিশকে জানিয়েছি বিষয়টি।

৩৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মানিক রুইদাস বলেন, কাশিনাথ সিং নামের এক ব্যক্তি তার দাদার রাজস্থানের কোম্পানিতে রান্না করার কাজে নিয়ে যায় শ্রীমন্তকে। শ্রীমন্ত ২৩ তারিখ বাড়িতে ফোন করে জানান রান্নার কাজ বাদ দিয়ে অন্য কাজ করানো কথা বলা হচ্ছে তাকে। সে বাড়ি ফিরে যাচ্ছে বলেও জানায়।

দশ দিন পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। আমরা দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানায়। আমরা কাশিনাথ সিং এর সাথে যোগাযোগ করেছিলাম

উনিও বলছেন রাজস্থানের কোটারি এলাকার পুলিশকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফিরে না আসায় আমরাও চিন্তিত। পুলিশের উপর আমাদের ভরসা আছে। পুলিশ তদন্ত করছে। আমরাও পরিবারের পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =