নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বুধবার ১৩,আগস্ট :: আজ, ১৩ আগস্ট ২০২৫ তারিখে ভোররাতে—দৌসা–মনোহারপুর জাতীয় মহাসড়কের বাপি গ্রাম সংলগ্ন এলাকায়—একটি পিকআপ ভ্যান খাটু শ্যাম তীর্থস্থান থেকে ফিরে আসার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
দুর্ঘটনায় মোট ১১ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছে ৭ জন শিশু ও ৪ জন নারী। প্রায় ২০ জন আহত হয়েছে; গুরুতর আহতদের একজনকে SMS হাসপাতালে রেফার করা হয়েছে।
যাত্রীরা ছিলেন উত্তরপ্রদেশের এটাহ (Etah) জেলার আসরোলি গ্রামের বাসিন্দা, যারা খাটু শ্যাম ও সালাসার বালাজি তীর্থ যাত্রা শেষে বাড়ি ফিরে যাচ্ছিলেন।
দুর্ঘটনা ঘটার সময় গাড়ির চালক সম্ভবত ক্লান্তির কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, এবং অজানা কারণে পিকআপ ভ্যান বিপদে পড়ে গিয়ে পাক যুক্ত কনটেইনারে ধাক্কা খেয়েছে। প্রাথমিক তদন্তে এই কারণ ধরা পড়েছে।
পুলিশ সুপার সাগর রানা এবং জেলা কালেক্টর দেবেন্দ্র কুমার ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা শুরু করেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য SMS, জয়পুর পাঠানো হয়; বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভাজানলাল শর্মা দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।