নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বুধবার ৮,অক্টোবর :: রাজস্থানের জয়পুরের কাছে মঙ্গলবার গভীর রাতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সূত্র মতে প্রায় ২০০ টি এলপিজি সিলিন্ডারে বোঝাই একটি ট্রাকে আচমকা আগুন লাগে।
মুহূর্তের মধ্যেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হতে শুরু করে। আগুনের তীব্রতায় আশেপাশে থাকা সাতটি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি জয়পুর থেকে আজমেরের দিকে যাচ্ছিল। হঠাৎই ট্রাকের চাকা ফেটে আগুন ধরে যায় বলে প্রাথমিক অনুমান। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক ও সহকারী বেরিয়ে আসার চেষ্টা করলেও, এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের শব্দে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কেঁপে ওঠে, আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রাকের সিলিন্ডারগুলি নিরাপত্তা নীতিমালা মেনে বহন করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। চোখের সামনে আগুনের তাণ্ডব দেখে এক প্রত্যক্ষদর্শীর মন্তব্য — “মনে হচ্ছিল পুরো এলাকা আগুনে ঘিরে গেছে।”