রাজা রামমোহন রায় সরণিতে আয়োজিত হতে চলেছে ১২ তম বাংলার সবচেয়ে বড় আম উৎসব।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৪,মে :: প্রতি বছরের মত এবারও রাজা রামমোহন রায় সরণিতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় আম উৎসব। আগামী ১৩ই জুন এই উৎসবের আয়োজন করা হয়েছে পৌর মাতার সোমা চৌধুরীর সহযোগিতায় এবং ৩৭ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট পিয়াল চৌধুরীর উদ্যোগে।

এই উপলক্ষ্যে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি সোমা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে আমের বিভিন্ন সুস্বাদু নানান রকম খাবারের পদ থাকবে এবং এ বছরও বিশেষ চমক হিসেবে থাকবে আমের একটা নতুন আইটেম যেটা শুধুমাত্র এই উৎসবেই দেখা যাবে।

১৩ই জুন বিকেল ছটা থেকে যে কেউ কিন্তু এই উৎসবের যোগদান করতে পারবেন এবং নানান পদ খেতে পারবেন বিনামূল্যে। উৎসবটি অনুষ্ঠিত হবে ডাঃ কার্তিক বোস স্ট্রীট (আমহার্স্ট স্ট্রীট পোস্ট অফিসের কাছে)। আয়োজক: পিয়াল চৌধুরী,সহযোগিতায়: পৌর মাতা সোমা চৌধুরী তারা সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে এই উৎসবে যোগদানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =