নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৪,জুলাই :: রাজা রাম থেকে ভগবান রাম হবার নেপথ্যে কার অবদান ছিল সেটা নিয়ে ব্যাংগালোর থেকে ১৮ জনের এক নাট্য দল গীতি নাট্যের মাধ্যমে সহজসরল ভাবে জনগণের কাছে উপস্থাপন করলেন।
প্রযোজক সংস্থার রাজ্যের সদস্য সরেনজিৎ জানান আমরা বইয়ের মাধ্যমে জানি মন্থরা ও কৈকেয়ীকে শত্রুর সাথে তুলনা করা হয়েছে কিন্তু তারা না থাকলে রাজা রাম রাজা হয়েই থেকে যেতেন ভগবান রাম হতে পারতেন না ।
এটা ছাড়া বিভিন্ন বিষয়ে আলোকপাত করতে এবং ভগবানের উপর আস্থা আনতে তারা এই গীতিনাট্য তৈরী করেছেন ।আজ গুরু পূর্ণিমার শুভ দিনে শ্রদ্ধালুদের মনে ভগবান রামকে নিয়ে গীতিনাট্য আনন্দ উপভোগ করেছেন।