নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: বৃহস্পতিবার ১৪,মার্চ :: পিএম সুরজ পোর্টাল এর উদ্বোধনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোস মোদিজির গ্যারান্টির কথা বললেন।উত্তরপাড়া গণ ভবনে পিএম সূরজ পোর্টালের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, আমি শপথ নিচ্ছি,নেতাজী সুভাষ,বিবেকনন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়ব।
বাংলার দশ কোটি ভাই বোনেরা আমরা একসাথে গরীবির বিরুদ্ধে লড়াই লড়ব।আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব,মহান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব।আর তার হাতিয়ার হবে পিএম সুরজ পোর্টাল। এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তা দিয়ে রাজ্য পাল বলেন, ভারত উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম না একটাই ভারত।পিএম সুরজ পোর্টাল হল মোদি জি কি গ্যারান্টি।
আমাদের চলার পথে থেমে গেলে হবে না।বিবেকানন্দ বলেছেন, ওঠো জাগো ততক্ষন থেমো না যতক্ষন না লক্ষে পৌঁছাতে পারো।এতে প্রভাবিত হয়ে ভারত এগিয়ে চলেছে।আমরা ভারতে তৈরী করি পৃথিবীর জন্য বানাই।ভারত এগিয়ে চলেছে।এই শতাব্দীর সবচেয়ে লোকোপ্রিয় যোজনা গুলো যেমন,বেটি বাঁচাও বেটি পড়াও,জনধন যোজনা,আয়ুষ্মান ভারত,কিষান সম্মান,খেলো ইন্ডিয়া,প্রধান মন্ত্রী আবাস যোজনা,উজ্জ্বলা যোজনা।ভারত ক্ষুধা মু্ক্ত দেশের দিকে এগিয়ে চলেছে।
পিএম সূরজ পোর্টালের মাধ্যমে তফশিলি জাতি,সাফাই কর্মি,সেফটি ট্যাঙ্ক কর্মি,ওবিসিদের জন্য কম সুদে সহজ ঋণের আবেদন করা যাবে। গণ ভবনে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারীকদের উপস্থিতিতে মুদ্রা লোন ও পিএম স্বনিধি প্রকল্পের উপভোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।