সুদেষ্ণা মন্ডল ::: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৫,সেপ্টেম্বর :: রাজ্যপালের বিরুদ্ধে মামলা নিয়ে এবার কটাক্ষ স্পিকারের। তাঁর বক্তব্য, ‘রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তাঁর বিরুদ্ধে মামলা করা যায় না। আইনজীবীরা জানেন না? এটা ফুটেজ খাওয়ার জন্য করা হচ্ছে।’
প্রসঙ্গত, সংবিধানে অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার কোনও জায়গা নেই। তবে, সংসদের কোনও সদস্য রাজ্যপালের বিরুদ্ধে সাবস্টেনটিভ মোশন এবং ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারেন। ইতিমধ্যে তৃণমূল পন্থী প্রাক্তন উপাচার্য -রা রাজ্যপালের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন। সেটা আদৌ যুক্তিযুক্ত কি-না, তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ স্পিকার।
পাশাপাশি, এদিন তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকেও কটাক্ষ করে বলেন – ‘আমার তো যথেষ্ট সন্দেহ আছে ধর্মেন্দ্র প্রধান কতটা সংবিধান জানেন।’