নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :; নয়াদিল্লি :: বুধবার ১৭,জুলাই :: শনিবার রাজ্যসভার চার বিজেপি সাংসদের মেয়াদ শেষ হতেই রাজ্যসভায় সংখ্যা লঘু হয়ে পড়লো বিজেপি। ফলে কোনো বিল আর সহজে অনুমোদন করাতে পারবে না বিজেপি।
যে চার সাংসদের মেয়াদ শনিবার শেষ হয়েছে তাঁরা হলেন রাকেশ সিনহা, রাম শাকাল, সোনাল মানসিং এবং মহেশ জেঠমালানি৷ এই চার সাংসদকেই শাসক দলের পরামর্শে মনোনীত করেছিলেন রাষ্ট্রপতি৷ পরবর্তী সময়ে রাজ্যসভায় বিভিন্ন ইস্যুতে এনডিএ সরকারকেই সমর্থন জানিয়েছেন তাঁরা৷ এবার কী হবে?
এই মুহূর্তে অংকের হিসাব কিন্তু বেশ জটিল। রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৮৬৷ এনডিএ-র সাংসদ সংখ্যা দাঁড়াল ১০১৷ রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা ২৪৫৷ বর্তংমানে অবশ্য রাজ্যসভায় ২২৫ জন সাংসদ রয়েছেন৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ জন সাংসদের সমর্থন৷ অর্থাৎ, এনডিএ-র হাতে এখন সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১২ জন সাংসদ কম রয়েছেন রাজ্যসভায়৷
অন্যদিকে বিরোধী শিবির ইন্ডিয়া ব্লকের হাতে রয়েছে ৮৭ জন সাংসদ৷ এর মধ্যে কংগ্রেসের হাতে রয়েছে ২৬, তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে ১৩ জন সাংসদ৷ পাশাপাশি ডিএমকে, আপ-এর হাতে রয়েছে দশ জন করে সাংসদ। বর্তমান সমীকরণের ফলে রাজ্যসভায় কোনও বিল পাস করানোর জন্য বিজেপির অন্তত ১৩টি ভোট প্রয়োজন। এখন দেখার এখন কোন খেলা শুরু করে বিজেপি।