নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,নভেম্বর :: রাজ্যস্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন।বাবা সামান্য এক দীন মজুর। সামর্থ্য নেই ছেলেকে ভালো একটা জ্যাভলিন কিনে দেওয়ার মতো। অথচ এই পরিবারের ছেলে রাজ্যস্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ল সকলের।
চ্যাম্পিয়ন সেই ছেলেকেই শনিবার সংবর্ধনা জানিয়ে তার জন্য সরকারি সাহায্য-সহযোগিতার আবেদন জানালেন মালদার ইংরেজবাজারের বুধিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষ। জানা গেছে, সম্প্রতি কোলকাতায় রাজ্যস্তরের অ্যাথলেটিক প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় মালদা থেকে প্রতিনিধিত্ব করে মালদার ছেলে তথা বুধিয়া হাই মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্র কাউসার আখতার।
সেখানেই বাজিমাত করে কাউসার। রাজ্যস্তরের প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোতে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। তাই শনিবার তাকে পুষ্পস্তবক সহ উপহার সামগ্রী দিযে শুভেচ্ছা, অভিনন্দন জানান বুধিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুর রহমান সহ অন্যান্যরা।

