রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে নজর কেড়েছে বর্ধমান শহরের পারবীরহাটা এলাকার ছাত্রী পাপড়ি মন্ডল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২,মে :: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যস্তরে অষ্টম স্থান অধিকার করে নজর কেড়েছে বর্ধমান শহরের পারবীরহাটা এলাকার ছাত্রী পাপড়ি মন্ডল। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী পাপড়ি এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ৬৮৮ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করে।

ফলপ্রকাশের পর থেকেই পরিবারে এবং পাড়াপড়শি মহলে খুশির হাওয়া। সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় পাপড়ি জানায়, “এই সাফল্যের পেছনে আমার পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান অপরিসীম। তবে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। সব সময় পাশে থেকেছেন, প্রেরণা জুগিয়েছেন।”

পাপড়ির মা পূর্ণিমা মন্ডল একজন গৃহবধূ এবং বাবা দেবাশীষ মন্ডল পেশায় একজন দর্জি। সাদামাটা পরিবারে বড়ো হওয়া পাপড়ি বরাবরই নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে আঁকড়ে ধরে এগিয়েছে। সে জানিয়েছে, বাড়িতেই নির্দিষ্ট সময় মেনে সে পড়াশোনা করত। কোনও কোচিং বা বাড়তি গাইডের উপর নির্ভর করেনি।

ভবিষ্যতে সে একজন ফরেস্ট অফিসার হতে চায়। পরিবেশ ও জীবজগৎ নিয়ে তার গভীর আগ্রহ রয়েছে বলেও জানিয়েছে পাপড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 13 =