নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: সোমবার ১৩,অক্টোবর :: দুর্গাপুর মেডিকেল কলেজে এক ডাক্তার পড়ুয়ার উপর সংঘটিত নৃশংস ধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে হুগলির মগরা থানার সামনে এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির আহ্বান জানায় ভারতীয় জনতা পার্টি।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, পাশাপাশি ছিলেন বিজেপির বহু কর্মী-সমর্থক ও স্থানীয় নেতৃত্ববৃন্দ। ঘটনাটিকে রাজ্যের আইন-শৃঙ্খলার চরম অবনতি বলে অভিযোগ তোলেন বক্তারা। তাঁদের বক্তব্য— রাজ্যে নারীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে, প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ।
বিক্ষোভ মঞ্চ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন উপস্থিত বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, “রাজ্যে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে, অথচ সরকার নির্বিকার।”
বিক্ষোভ চলাকালীন এলাকা জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল। শান্তিপূর্ণভাবেই শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি।