নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ৩১,অক্টোবর :: এই মুহূর্তে আমাদের অঞ্চলে কোন ঝন্ঝা নেই যেটা রয়েছে শুধু নর্থ স্টাইলি উইন্ড ভায়া বাংলাদেশ হয়ে আমাদের অঞ্চলে প্রবেশ করছে । ফলে আমাদের বে অফ বেঙ্গলের কিছুটা জলীয় বাস্প রয়েছে তার ফলে আংশিক মেঘলা আকাশ আমরা পাচ্ছি ।এটা কন্টিনিউ করবে আগামী চার থেকে পাঁচ দিন ।
আবহাওয়া পুরোপুরি শুষ্ক কোনরকমের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন নর্থবেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুই জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ।চার তারিখে উড়িষ্যা লাগোয়া যে জেলাগুলো আছে মেদিনীপুর সাউথ ২৪ পরগনা খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেহেতু উইন্ড প্রবেশ করছে আমাদের রাজ্যে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাস্প ডুকছে আমাদের রাজ্যে ।
তার ফলে রাত্রে তাপমাত্রায় অনেকটা কমবে আগামী এক সপ্তাহে সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রায় কুড়ি ডিগ্রীর নিচে যাওয়ার কলকাতার ক্ষেত্রে কোন তাপমাত্রায় কমার সম্ভাবনা নেই পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কম হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া বীরভূম জেলায় ।