নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৮ই,এপ্রিল :: রাজ্যের ডিএ আন্দোলনের রেশ এবার আছড়ে পড়তে চলেছে রাজধানী দিল্লিতে। সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না হবে দিল্লির যন্তর মন্তরে। হাওড়া স্টেশন থেকে দিল্লি রওনা হলো একশো জনের দল। কার্যত ডিএ নিয়ে আন্দোলনকে এবার দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
শনিবার হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে সরকারি কর্মচারীদের ১০০ জনের এক দল দিল্লির উদ্দেশ্যে রওনা হন। আগামী ১০ এবং ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসবেন তারা। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিশ্বজিৎ মিত্র এদিন বলেন, আমরা ৭৩ দিন কলকাতার ধর্মতলায় ধর্নায় বসেছি।
রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করেছি তিন দফা দাবির সমর্থনে। এই তিন দাবি হল রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ দিতে হবে, স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ করতে হবে এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। কিন্তু রাজ্য সরকার আমাদের দাবিতে কর্ণপাত করেনি। তাই আমরা এবার দিল্লিতে ধর্নায় বসে প্রতিবাদ জানাব।
সেখানে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। তিনি আরো বলেন, গোটা রাজ্য থেকে প্রায় ৬০০ জন বিভিন্ন ট্রেনে দিল্লির এই ধর্না কর্মসূচিতে যোগ দেবেন।