নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২৪শে,এপ্রিল :: রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ও ভাতার পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সোমবার একটি শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান পশু চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করলেন বিধায়ক মান গোবিন্দ অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাতার ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডক্টর শঙ্খ ঘোষ, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি সুমন্ত ব্যানার্জি, ভাতার পঞ্চায়েত সমিতির দলনেতা বাসুদেব যশ,ভাতার ব্লকের বিভিন্ন প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রারা উপস্থিত ছিলেন।
বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত দিকে নজরদারি চালাচ্ছেন গ্রামের দিকে পশু হসপিটালে পশুদের এনে চিকিৎসা করতে দারুণ সমস্যায় পড়েন সাধারণ মানুষ সেই কথা চিন্তা করে রাজ্যের প্রাণীর সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ একটি ভ্রাম্যমান পশু চিকিৎসালয়ের শুভ উদ্বোধন হলো ।
টোল ফ্রি নাম্বারে ফোন করলেই গ্রামে গ্রামে পৌঁছে যাবে এই ভ্রাম্যমান গাড়ি। এই গাড়িতে একটি পশুর চিকিৎসা করার জন্য সমস্ত রকম ব্যবস্থা থাকবে পাশাপাশি অপারেশন করার ব্যবস্থাও থাকবে। এই ভ্রাম্যমান পশু চিকিৎসালয়ের উদ্বোধন হওয়ায় খুশি ভাতারের পশু প্রেমীরা।