রাজ্যের বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী বললেন  দক্ষিণবঙ্গর সাত জেলা যেখানে বন্যা হয়েছে আমি ঘুরে দেখেছি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২৯,সেপ্টেম্বর :: রাজ্যের বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী বললেন  দক্ষিণবঙ্গর সাত জেলা যেখানে বন্যা হয়েছে আমি ঘুরে দেখেছি। উত্তরবঙ্গে বন্যা হয়েছে। কোশী নদীর জল নেপাল ছেড়েছে ৷ সেই জল বিহার হয়ে বাংলায় আসছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে এর প্রভাব পড়বে৷ বিহারও ভাসবে, বাংলাও ভাসবে ৷

ফারক্কায় ড্রেজিং হয় না। ফলে তারাও জল ধরে রাখতে পারে না। সুতি, মালদহ বন্যা হত না৷ ফারাক্কা ব্যারেজ কেন্দ্র দেখে। আগে ১২০ কিমি দেখত ওরা ৷ এখন মাত্র ২০ কিমি দেখে ৷ নির্বাচনের সময় ওরা বড় বড় কথা বলে। আসে আর চলে যায়।

মুখ্যসচিবকে পাঠিয়েছি৷  আজ বিকেল ৫’টায় আমরা প্রশাসনিক বৈঠক ডেকেছি। কালিম্পং, দার্জিলিং ব্যাপক ধস নেমেছে৷ সেনা আজকে বৈঠকে থাকতে পারে। না থাকলে আমি কথা  বলব ৷ আমি রাস্তা নতুন বানিয়েছি। কেন্দ্র থেকে কেউ ফোন করেনি ৷ আর্থিক সাহায্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twenty =