রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা ছড়ালেও এখনো নদীয়ার শান্তিপুরে সুষ্ঠু ভাবেই চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বুধবার ১৪,জুন :: অবশেষে মনোনয়নপত্র জমা দিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত শুক্রবার থেকে শুরু হয় মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। প্রথম দিন থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিলেও জমা দেয়নি তৃণমূল কংগ্রেস।

আজ পঞ্চম দিনে তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয় মনোনয়ন পত্র। তবে দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। আজ সব জল্পনা উড়িয়ে দিয়ে ব্লক নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, তাদের দলের নির্দেশেই এতদিন তারা মনোনয়নপত্র জমা দেয়নি, কারণ সব সময় বিরোধীরা কুৎসা অপপ্রচার করে।

বিরোধীদের নাকি বাধা দেওয়া হয়, তাই বিরোধীরা যাতে অপপ্রচার না করতে পারে সে কারণে প্রথমে তাদের সুযোগ দেয়া হয়েছে। আমরা চাই না মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে কোন অশান্তি সৃষ্টি হোক।

যদিও পঞ্চম দিনও রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে নদীয়ার শান্তিপুর ব্লক আধিকারিক দপ্তরের চারপাশে জারি রয়েছে ১৪৪ ধারা। যেখানে পার্শ্ববর্তী এলাকা গুলিতে দফাই দফায় চলছে পুলিশি রুট মার্চ সহ কড়া নজরদারি।

তবে আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা ছড়ালেও এখনো নদীয়ার শান্তিপুরে সুষ্ঠু ভাবেই চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fourteen =