রাজ্যের মন্ত্রী ও সাংসদ দল কে দেখে উত্তেজনা এগরার বিস্ফোরণ স্থলের গ্রামে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: ১৭,মে :: এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর বুধবার সকালে ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবী জানাবেন।

কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে একেবারে উল্টো চিএ চিত্র দেখা গেল সেই এগরা খানাকুলে। ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, সাংসদ দোলা সেন, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সহ অন্যান্যরা। তখনই গ্রামবাসীরা তৃণমূল নেতৃত্বদের ও মন্ত্রীদের উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেন।

তাদের দাবি কয়েকঘন্টা কেটে গেল এতক্ষণ কোথায় ছিলেন আপনারা? এতটাই চোর চোর স্লোগান দেন গ্রাম ছেড়ে তড়িঘড়ি করে রওনা দেন মন্ত্রী থেকে তৃণমূল নেতৃত্বরা।হাতজোড় করে গ্রাম ছেড়ে রওনা দেন। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বলেন ” এই ঘটনায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। সচেষ্ট রয়েছেন পূর্ব যুব জেলা প্রশাসন থেকে এগরা পুলিশ প্রশাসন “।

সাংসদ দোলা সেন বলেন ” পরিবারের সঙ্গে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী পাশে রয়েছে এ কথা পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছি “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + fourteen =