নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৩,সেপ্টেম্বর :: নদীয়ার পর এবার পূর্ব বর্ধমান ।সেপটিক ট্যাংকের ভিতরে নেমে সেন্টারিংয়ের পাটা খুলতে গিয়ে মৃত্যু হল তিন জনের।জখম হয়েছেন আরও দুই জন।এই ঘটনার জেরে মঙ্গলবার বিকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের বড়বৈনান গ্রামে।
খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায়। মৃতদেহ গুলি পুলিশ উদ্ধার করে। গুরুতর জখম এক জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।মৃত্যুর কারন খতিয়ে দেখছে পুলিশ ।
তারই মধ্যে মঙ্গলবার রাতে বড়বৈনান গ্রামে পৌঁছান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।তিনি তিন মৃতর পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দেন। মলয় ঘটক জানান,মুখ্যমন্ত্রীর নির্দেশ মত তিনি এই চেক পৌঁছে দিতে এসেছেন। সঙ্গে ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধারা জামালপুরের বিধায়ক অলক মাঝি সহ তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির জেলা সভাপতি সহ রায়না ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন।