নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৫,এপ্রিল :: রাজ্য সরকারের বেনজির নিয়োগ দুর্নীতির ফলে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার প্রতিবাদে বসিরহাট দেবদূত সংঘের মাঠ থেকে ইছামতি ব্রিজ পর্যন্ত প্রতিবাদ মিছিল ।
এসএফআই, ডি ওয়াই এফ আই, এ আইডিডব্লিউএ, এবিটিএ সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয় ।
এই মিছিলের মূলত উদ্দেশ্য রাজ্য সরকারের বেনজির নিয়োগ দুর্নীতির ফলেই যোগ্য প্রার্থীদের চাকরি যাওয়ার পাশাপাশি সকল যোগ্য কর্মচিত শিক্ষকদের চাকরি চাই ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই এমনটাই দাবি তুলে আজকের এই মিছিলের পা মেলান একাধিক বাম সংগঠন।