রাজ্যের ১০ জনের মেধা তালিকায় নাম রয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি হাইস্কুলের ছাত্রী শ্রীপর্ণা মন্ডলের। বিজ্ঞান বিভাগের ছাত্রী শ্রীপর্ণা পেয়েছে ৪৮৮।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ৮,মে :: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই প্রকাশিত হলো চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

রাজ্যের ১০ জনের মেধা তালিকায় নাম রয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলি হাইস্কুলের ছাত্রী শ্রীপর্ণা মন্ডলের। বিজ্ঞান বিভাগের ছাত্রী শ্রীপর্ণা পেয়েছে ৪৮৮।

তবে এবারই প্রথম নয়, শ্রীপর্ণার বাবা জানান, তার মেয়ে বরাবরই মেধাবী ছাত্রী। স্কুলে বরাবর প্রথম হয় সে। মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে প্রথম আর রাজ্যের মধ্যে ১১ তম স্থান পেয়েছিল মাত্র এক নম্বরের জন্য মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের দশম স্থান পায়নি শ্রীপর্ণা বলে জানান তার বাবা।

মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার পর সাইন্স নিয়ে ভর্তি হয় উচ্চমাধ্যমিকে। স্কুলের প্রধান শিক্ষক মাধব চন্দ্র সাহা জানান শ্রীপর্ণার বিষয় ছিল বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি বায়োলজি ও অংক।

পরীক্ষা শেষেই শ্রীপর্ণা জানিয়েছিল সে এবারও ভালো ফল করবে। শ্রীপর্ণার বাবা পানশিউলি গ্রামের বাসিন্দা সৌম্য মন্ডল বলেন স্ত্রী এক ছেলে ও এক মেয়ে তার। শ্রীপর্ণা বাড়ির ছোট।

ছেলে বর্তমানে পুরুলিয়ায় কম্পিউটার সাইন্স নিয়ে বি,টেক পড়াশোনা করছে। উচ্চমাধ্যমিকের পর শ্রীপর্ণা জয়েন্ট ও নিট পরীক্ষার পাশাপাশি অন্যান্য পরীক্ষাও দিয়েছে। সেসব পরীক্ষাও আশা অনূরুপ হয়েছে বলে জানিয়েছে সে। শ্রীপর্ণা জানায় ভালো ফল আশা করেছিলাম তবে প্রথম দশের মধ্যে নাম থাকবে এতটা ভাবিনি।

ডাক্তার হওয়ার স্বপ্ন শ্রীপর্ণার। বাবা সৌম্য বাবু বলেন একসময় আমি ভারতীয় জীবন বীমার এজেন্ট হিসেবে কাজ করতাম। করোনা লকডাউনের সময় সেই কাজ ছেড়ে দিই। বর্তমানে কৃষি কাজ করে সংসার চালাই তবে মেয়ের স্বপ্ন পূরণ হোক আমরা সেটাই চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 4 =