নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রাজ্যে চালু হলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ।প্রথম দিনের যাত্রায় পূর্ব বর্ধমানে ৪ টি স্টেশনে দাঁড়ালো বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে হাওড়া স্টেশনে ট্রেনটি উদ্বোধন করার পর নিউ জলপাইগুড়ির উদ্দেশে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। এদিন বর্ধমানের মশাগ্রাম, শক্তিগড়, বর্ধমান ও খানা জংশনে দাঁড়ায় ট্রেনটি।
শক্তিগড় স্টেশনে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করা হয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া ও বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎদা শক্তিগড় স্টেশনে ছিলেন । সেখানে জায়ান্ট স্কিনের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয় ।
পরে বর্ধমান স্টেশনেও অসংখ্য উৎসাহী মানুষ ট্রেনটিকে দেখতে ভিড় জমান এদিন বর্ধমান স্টেশনে ট্রেনের ইঞ্জিনে স্বস্তিক চিহ্ন একে দেয়া হয় ।পুষ্প বৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় বন্দে ভারত এক্সপ্রেসকে । সকাল প্রায় 11,45 মিনিটে হাওড়া থেকে চালু হয় বন্দে ভারত।এদিন বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানাতে বর্ধমান স্টেশনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্যরা।
বন্দে ভারত এক্সপ্রেসের শুভ কামনা করে বন্দে ভারতে স্বস্তিক চিহ্ন আঁকেন ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলার এস সি,ওবিসি সেলের ভাইস প্রেসিডেন্ট শুকলা মন্ডল।বন্দে ভারত এক্সপ্রেস সওয়ার করে হাওড়া থেকে বর্ধমান আসেন রানাঘাটের এম পি জগন্নাথ সরকার।
বর্ধমান স্টেশনে এসে জগন্নাথ বাবু বলেন আমরা লক্ষ্য করেছি রাজ্য সবসময় কেন্দ্রের একটা অপপ্রচার কর চলেছে। কেন্দ্র কোনো দিন বাংলাকে বঞ্চনা করেনি।বরং বাংলা কেন্দ্রকে বঞ্চনা করছে। রাজ্য আমাদের সহযোগীতার হাত না বাড়ানোর জন্য আমরা অনেক কাজে পিছিয়ে আছি। এর আগে গুজরাটে প্রথম চালু হয়েছিলো।মেট্রো রেল ও প্রথম কোলকাতায় চালু হয়েছিলো।