নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১৪,নভেম্বর :: রাজ্যে প্রথম যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা। পশ্চিম বর্ধমানে। রাজ্য সরকারের নয়া উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
সংকটজনক রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতলে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স পেতে মাথায় হাত পড়তো রোগীর পরিবার পরিজনদের। মোটা টাকা দাবি করা হতো।
দালাল চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা পড়েছিল। এবার রাজ্য সরকার যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে শুরু করলো নয়া পরিষেবা। পশ্চিম বর্ধমান থেকেই রাজ্যে প্রথম চালু হলো রাজ্য সরকারের নয়া প্রকল্প যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা ।
দুর্গাপুরে মোট বেসরকারি আটষট্টি টি অ্যাম্বুলেন্স এই পরিষেবার সঙ্গে যুক্ত হলো। দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালের সামনে থেকে আজ থেকে শুরু হলো যাত্রী সাথী অ্যাম্বুলেন্স পরিষেবা।
উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের এসিপি রাজকুমার মালাকার, এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ডের আধিকারিকরা।

