নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২৯,আগস্ট :: রাজ্যে ফের গণপিটুনির ঘটনা। আবারও আইন নিজেদের হাতে তুলে নিতে দেখা গেলো পূর্ব বর্ধমান জেলায় | এর আগেও চুরি হয়েছিল রেনেসাঁ উপনগরী তে কিন্তু ধরা পড়েনি চোর।
এবার আবার চুরির ঘটনা। বর্ধমান থানার রেনেসাঁ উপনগরীতে চোর সন্দেহে চারজনকে আটক করে মারধর করা হয়। অভিযোগের আঙুল উঠেছে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই।
ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের লাগোয়া জাতীয় সড়ক সংলগ্ন অভিজাত ওই উপনগরীতে। ঘটনার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, টাউনশিপের বাসিন্দা ও নিরাপত্তারক্ষীরা মিলে চারজনকে চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধর করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেনেসাঁ টাউনশিপে গত কয়েকদিন ধরেই চুরির ঘটনা ঘটছিল। শুক্রবার চারজনকে হাতেনাতে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। এরপরেই ঘটে এই গণপিটুনির ঘটনা।