সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: রাজ্যে মদ বিক্রি বন্ধ করা এবং বিহারের মতন এই রাজ্যেও মদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে । এই দাবি নিয়ে পথে নামল এস ইউ সি আই কর্মীরা।শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথে পথে আন্দোলনে নামে তারা। অবিলম্বে বাংলায় মদ নিষিদ্ধ করতে হবে এই দাবিতে সোচ্চার হয় তারা । শান্তিপূর্ণি ভাবে প্রতিবাদ জানানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় মিছিলও করে তারা ।
এদিনের এই কর্মসূচির মধ্যে দিয়ে তার বার্তা দেয় যে রাজ্যে নানা রকম দুষ্কর্ম বেড়েছে দেদার মদ বিক্রির কারণেই । পাশাপাশি শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ । এসব না দেখে দোকানের পাশাপাশি এবার দুয়ারে মদের প্রকল্প চালু হলে ভেঙে পড়বে গোটা সমাজ । তাই সারকারকে অবিলম্বে বিহারের মতো এ রাজ্যেও মদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ।