কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৭,ডিসেম্বর :: সুদ,মদ, জুয়া ঘুষ,মুক্ত দেশ গঠনের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। আন্দোলন অব্যাহত মালদা জেলা জুড়েও। তারই অঙ্গ হিসাবে সংগঠনের পক্ষ থেকে মালদা শহর জুড়ে বৃহস্পতিবার এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল।
