নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদা: :: ৪ঠা ,মার্চ :: করোনা ভাইরাসের পর রাজ্য জুড়ে ফের নতুন অ্যাডিনো ভাইরাসের মাথা চাড়া দেওয়ায় রীতিমতো উদ্বেগে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের বহু হাসপাতালে ইতিমধ্যে অ্যাডিনো ভাইরাসের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুরা ভর্তি হাসপাতালে এমনকি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত স্বাস্থ্য দপ্তর।
তবে এখনো পর্যন্ত মালদা জেলায় অ্যাডিনো ভাইরাসে কোনো শিশু আক্রান্ত না হলেও জ্বর, সর্দি কাশি উপসর্গ নিয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বহু শিশু। এনিয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী তৎপর মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। যথেষ্ট তৎপর মেডিকেল কলেজের চিকিৎসকরা।
তবে ভর্তি থাকা শিশুর আত্মীয়রা জানিয়েছেন গ্রামীণ হাসপাতালে পরিষেবা তেমন তারা পাচ্ছেন না চিকিৎসকরা রেফার করে দিচ্ছেন মেডিকেল কলেজ হসপিটালে। আর এদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়রানি হচ্ছেন।