রাজ্য তথা দেশব্যাপী পালিত হতে চলেছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রামনবমী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৬,এপ্রিল :: রবিবার রাজ্য তথা দেশব্যাপী পালিত হতে চলেছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রামনবমী। এই উৎসব যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে উদযাপিত হয়, তা নিশ্চিত করতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা।

রামনবমী উপলক্ষে পূর্ব বর্ধমান জেলাজুড়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে শনিবার রাতে রুট মার্চ করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই রুট মার্চে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীবৃন্দ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অংশে রামনবমী উপলক্ষে মোট ১৬টি র‍্যালির আয়োজন করা হয়েছে। প্রতিটি র‍্যালিকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ সুপার সায়ক দাস জানান, “উৎসব সকলের, এবং তা যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় সেটাই আমাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =