রাজ্য পরিবহনের দীঘ হাওড়া গামী বাস ও স্কর্পীয়র ধাক্কা – জখম নয় জন হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রাতের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুর্ঘটনা সাঁতরাগাছির সুন্দরপাড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে একটি সরকারি বাস। আহত অনেক যাত্রী। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে।

দীঘা-গড়িয়া রুটের এসবিএসটিসি’র একটি বাস রবিবার সকাল প্রায় সোয়া ৯টা নাগাদ ১১৭ নম্বর জাতীয় সড়ক কোনা এক্সপ্রেসওয়ের সুন্দরপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্করপিও গাড়িতে ধাক্কা মারে।বাসটি দীঘা থেকে ফিরছিলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =