নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৯,আগস্ট :: রাজ্য পুলিশে কর্মরত । আর সেই ক্ষমতার ভয় দেখিয়ে মাকে মারধর ও অত্যাচারের অভিযোগ মেয়ের বিরুদ্ধে। অবশেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মা। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের। শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয় এর আগে থানাতেও অভিযোগ করেছেন ওই নির্যাতিতা ।
মেয়ে তাপসী দত্ত সহ জামাইয়ের নামে অভিযোগ। গত ৩০ তারিখ তাকে বাড়িতে এসে মারধর করার অভিযোগ করেছেন তিনি । শুধু তাই নয় তাকে বাঁচাতে আসলে তার ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ।বছর দেড়েক হল স্বামী মারা যায় জামালপুরের বাসিন্দা বেলা হালদারের। অভিযোগ তারপর থেকেই মেয়ের দ্বারা অত্যাচারিত এবং লাঞ্ছিত হচ্ছেন তিনি।
একাধিকবার আক্রান্ত হয়েছেন। মূলত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ মেয়ের বিরুদ্ধে করছেন মা। একটি দোকান ঘর রয়েছে সেই দোকান ঘর মেয়ের নামে লিখে দিতে হবে এমনটাই দাবি জানিয়ে। বারবার তার উপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। বেলা দেবী অভিযোগ করেছেন মেয়ে পুলিশের চাকরি করে, আর সেই পুলিশের ভয় দেখেই তার ওপর আক্রমণ করছে। এর আগে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ করেছেন।
গোটা বিষয়টি জানিয়ে জামালপুর থানায় ইতিমধ্যেই তিনি লিখিত অভিযোগ করেছেন। তবে কোন সূরাহা না হওয়ায় অবশেষে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন। মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি জানিয়ে তিনি চিঠি পাঠালেন ডাক যোগে।যদিও এই ব্যাপারে তাপসী দত্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আশায় রয়েছেন বেলা দেবী।