নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বৃহস্পতিবার ১১,ডিসেম্বর :: খোলা মঞ্চ থেকে গোটা রাজ্য ব্যাপী ২০ হাজার ৩০ কিলোমিটার পথশ্রী রাস্তাশ্রীর শিলান্যাস করলেন।
নদিয়া থেকে মুখ্যমন্ত্রীর শিলন্যাসের সাথে সাথে পতাকা নাড়িয়ে পথশ্রী এবং রাস্তাশ্রীর ট্যাবলোর উদ্বোধন করলেন গাবতলা ময়দান থেকে। নদিয়া জেলায় ৮০৮ কিলোমিটার গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলের ১৬৭ কিলোমিটার রাস্তার শিলান্যাস করলেন মূখ্যমন্ত্রী।

