নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি বিধায়ক ‘মহাকুম্ভের’ জল ঢাললেন মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকায়। ক্ষমা না চাইলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারিও দিলেন।
বিজেপি দানবের দল সেই জন্য এইভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করেছে সমালোচনায় জেলা তৃণমূলের সহ-সভাপতি। কয়েকশো বিজেপি কর্মী সমর্থককে নিয়ে বিজেপি বিধায়কের আন্দোলনে মুচিপাড়া বাঁকুড়া রাজ্যসড়ক ৩০মিনিট ধরে অবরুদ্ধ হয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। বিধানসভার ভেতর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে ‘ মৃত্যুকুম্ভ’ মন্তব্যে তোলপাড় সারা রাজ্য। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে সারা রাজ্য জুড়ে আন্দোলনে সোচ্চার হয়েছে রাজ্য বিজেপি।