নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রীকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির খোলা চিঠি ও ঘাটালে অভিনন্দন মিছিল।
চলতি রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে প্রথম দফার কাজের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই জয়।
এজন্য সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়ে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি বিকেলে কলেজ বাসস্ট্যান্ড থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করে। ইতিমধ্যে ঘাটাল শহর জুড়ে পোস্টারিং হয়েছে।