নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৩,অক্টোবর :: রাজ্য সরকারের অনুদান না পেলেও গ্রামবাসীদের সহযোগিতায় শুরু হয়েছে দুর্গাপূজা।আজ রবিবার অষ্টমীর সকাল থেকেই পুজো দেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে মহিলাদের উপচে পড়েছে ভিড়।
মাথায় ডালা নিয়ে দূরবর্তী গ্রাম থেকেও মহিলারা ছুটে আসছেন। পুজো কমিটির উদ্যোক্তারা জানান,দৌলতপুর সমাজ কল্যাণ ক্লাবের পরিচালনায় এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো এই পুজো। রাজ্য সরকারের অনুদান পেলে আরো জমজমাট করা যেত এই পূ্জো।
পুজো কমিটির উদ্যোক্তারা আরো জানান,পঞ্চমী থেকে শুরু হয়েছে পুজো, চলবে দশমী পর্যন্ত।পঞ্চমী থেকে রাজ্য সরকারের নির্দেশে মন্ডপে বাল্য বিবাহ প্রতিরোধ অভিযান চালানো হচ্ছে।