রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে কালিয়াচক ১ ব্লকে ২১ টি রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৯,ফেব্রুয়ারি :: রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে কালিয়াচক ১ ব্লকে ২১ টি রাস্তার কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কালিয়াচক ১ ব্লকের জালালপুর কলোনি মোড়ে একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমেই সংশ্লিষ্ট ব্লকের ২১ টি রাস্তার কাজের শুভ সূচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, পথশ্রী প্রকল্পের তৃতীয় পর্যায়ের বরাদ্দ প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে কালিয়াচক ১ ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকার মোট ২১ টি রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আগামী বর্ষার মরশুমের আগেই সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে এলাকার বেহাল রাস্তাগুলির কাজ সম্পূর্ণ করে ফেলার এখন লক্ষ্যমাত্রা রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =