নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২১,জানুয়ারি :: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পকে বাজারজাত করার উদ্দেশ্যে রাজ্য সরকারের উদ্যোগে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয় মালদহ শহরের স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গণ ময়দানে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদার স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে শুরু হল তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। জেলার স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নিজেদের হাতে তৈরি নানান সম্ভারের বিপণী নিয়ে হাজির হয়েছেন এই মেলায়।
হাতে তৈরি কাপড় থেকে প্রসাধনী সামগ্রী, বাঁশ, কাঠ, মাটির তৈরি সৌখিন সামগ্রী থেকে মহিলাদের হাতে তৈরি খাবারের স্টল রয়েছে এই মেলায়। মঙ্গলবার পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জেলা সৃষ্টিশ্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত ও আনন্দধারা মালদার উদ্যোগে এই মেলার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলাশাসক সেখ আনসার আহমেদ, বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল, পূর্ণিমা বারুই দাস, রেজিনা মুর্মু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা।

