নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২,আগস্ট :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা,স্বরূপনগর ব্লকের স্বরুপনগর বাংলানী গ্রাম পঞ্চায়েতের,মলঙ্গপাড়া প্রাথমিক বিদ্যালয় আজ থেকে শুরু হল “আমাদের পাড়া আমাদের সমাধান”।
এই কর্মসূচি রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী,সারা রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান,এই কর্মসূচি আজ থেকে শুরু হল।এর ফলে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষের।তারা এই কর্মসূচিতে এসে তাদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হচ্ছে।এই কর্মসূচি চলবে দুমাস ধরে।
রাজ্য সরকারের এই নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এর মধ্য দিয়ে উপকৃত হবেন এই রাজ্যের সাধারণ মানুষ।