নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: শনিবার ২৯,মার্চ :: রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু না করায় উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে ধমক বিডিও’র।এক সপ্তাহের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করার ডেডলাইন বিডিও’র,নাহলে টাকা ফেরত নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়ার হুঁশিয়ারী বিডিও’র।
কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ায়,কেন্দ্রের মুখাপেক্ষি না থেকে রাজ্য সরকার বাংলার গরীব মানুষের মাথার ছাদ করে দেওয়ার লক্ষে বাংলার বাড়ি প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মাস দুয়েক আগেই রাজ্যের বাংলার বাড়ি তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের মোট ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়ায়ও হয়।
সেই টাকা পেয়েও জেলায় জেলায় এখনও অনেক উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরু করেনি আবার কেউ কাজ শুরু করলেও তা শুরুতেই বন্ধ হয়ে পড়ে রয়েছে।নির্ধারিত সময়ে যাতে বাংলার বাড়ি প্রকল্পের কাজ সম্পন্ন হয় এবং উপভোক্তারা বাড়ি তৈরির কাজ শুরু করে এনিয়ে আসরে ব্লকের বিডিও’রা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের গড় এলাকায় বাংলার বাড়ির টাকা পেয়েও কাজ শুরু না করা এমন উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে একসপ্তাহের মধ্যে কাজ শুরু করার ডেডলাইন বেঁধে দিলেন ব্লকের বিডিও উৎপল পাইক।বিডিও’র সাথে ছিলেন জয়েন্ট বিডিও বিকাশ কুমার বিজলী,পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ।
শুধু ডেডলাইন বেঁধে দেওয়া নই,দুমাস পরও কেনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি তা জানতে চান বিডিও উৎপল পাইক। উপভোক্তাদের উদ্দেশ্যে বিডিও’র হুঁশিয়ারী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে সেই টাকা ফিরিয়ে নিয়ে অন্য কোনো উপভোক্তাকে পাইয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এক কথায় সরকারি প্রকল্পের বাড়ির টাকা পেয়েও কাজ শুরু না করায় বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের কড়া ধমক দিলেন বিডিও।